Wednesday, March 9, 2016

কোটি ডলারের পেইন্টিং

৮১ বছর বয়সী বিশ্বের সবচেয়ে দামি শিল্পী থাকেন জার্মানির কোলোন শহরে। টানা দুই বছর ধরে তার শিল্পকর্ম বিক্রি হয়েছে রেকর্ড দামে। তার উল্লেখযোগ্য শিল্প কর্মগুলোর তালিকায় রয়েছে ক্যারেস (মোমবাতি), আটলাস, সিরিজ-আবস্ট্রাকটেস বিল্ড, সিরিজ- বাডের-মাইনহোফ ইত্যাদি। ১৯৯৪ সালে আঁকা বিশাল তেলচিত্রটি বিক্রি হয়েছিল ৩৪ মিলিয়ন অর্থাৎ তিন কোটি ৪০ লাখ ডলারে। ক্ল্যাপটন ২০০১ সালে রিশটারের এই ছবিসহ আরও দুটি ছবি একসঙ্গে কিনেছিলেন ২৬ লাখ ইউরোয়। তার আগে ২০১০ সালে মার্কিন শিল্পী জেস্পার  জোনসের ষাটের দশকে আঁকা তেলচিত্র ‘ফ্ল্যাগ’ (পতাকা) বিক্রি হয়েছিল ২২ মিলিয়ন বা ২ কোটি বিশ লাখ ইউরোয়। নিউইয়র্কের ‘মিউজিয়াম অফ মডার্ন আর্টস-এ তার স্থায়ী প্রদর্শনী কক্ষ রয়েছে।

No comments:

Post a Comment