Thursday, March 10, 2016

হীরা দিয়ে শরীর ম্যাসাজ

শরীর ম্যাসাজ করার দেশে দেশে নানা পদ্ধতি রয়েছে। রয়েছে বিচিত্র সব খরুচে হাত। তেমনই একটি খরচ হীরা দিয়ে শরীর ম্যাসাজ করা। বিলাসিতার চূড়ান্ত ধরা হয় এটিকে। কারণ হীরা আপনি সঙ্গে নিয়ে আসতে পারবেন না। পার্লারেই রেখে আসতে হবে। এ ধরনের শরীর ম্যাসাজে হীরা বিছিয়ে তারপর আপনার শরীরের মাংসপেশিগুলো ম্যাসাজ করা হয়। ২০০৯ সাল থেকে এ ধরনের ম্যাসাজ চালু হয়। তারপর থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এটি। দেশে দেশে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করলে হীরার রীতিমতো সংকট দেখা দেয়। একমাত্র শীর্ষ ধনীরাই হীরার ম্যাসাজ নিতে পারেন এমন একটি অঙ্কের বিল চেয়ে বসেন পার্লার কর্তৃপক্ষ। ১.৫ ক্যারেট হীরার প্রয়োজন হয় শরীর ম্যাসাজ করার জন্য। ম্যাসাজের সময় সারা শরীর হীরা দিয়ে ঢেকে ফেলা হয়।

No comments:

Post a Comment