![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjclGLChXRAlTenIVvBoT3Y9C2dw9fsldSujk64LjEqoe8Kwx6qpcbqBkZR2B1is5lFvU2Nbx7GyQQbBnXMwIx4GlOynlbOj7leNjotmFvrwZBXHSRELG4ND_14Sl8LQZgYaFPFXTUTCo/s400/7dbb271f509bd2b076bc61de41fc1287-moon_pixabay_41.jpg)
মঙ্গল বা অন্য কোনো গ্রহে যেতে মানুষ চাঁদের এই গ্রামে বা কলোনিতে গিয়ে প্রাথমিক আশ্রয় নেবে। যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের গবেষক সিলাইভ নেভিল বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চাঁদের সম্পদ নিয়ে কথা বলে যাচ্ছি। এখন বাস্তবে সেগুলো কাজে লাগানো যাবে কি না, তা ভেবে দেখার সময় এসেছে। এর পরের পদক্ষেপ হবে চাঁদের সম্পদগুলো ব্যবহার উপযোগী করা।’
চাঁদে বসতি গড়ে তোলার লক্ষ্যে নেদারল্যান্ডসে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) ‘মুন ২০২০-২০৩০-আ নিউ এরা অব কোঅর্ডিনেটেড হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশন’ নামের একটি সিম্পোজিয়াম আয়োজন করেছে। এই সভায় চাঁদে বসতি গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন গবেষকেরা।
No comments:
Post a Comment