Sunday, March 6, 2016

THE YEAR OF DISASTER 2016

১লা জানুয়ারি ২০১৬,ভোর রাত .৫৫ মিনিট,বছরের শুরু হল ভয়াবহ ঝাঁকুনি দিয়েএর আগে কিছু দিন থেকেই হালকা হালকা ভূমিকম্প সারা দেশে অনুভূত হলেও,এত জরে হয়নি আগেরিখটার স্কেলের . মাত্রায় উঠে যায় কম্পনটি


ভুমিকম্পের পর আতঙ্কিত জনতা
এরপর ফেব্রুয়ারি  মাসের ২৪ তারিখ,বেলা ২টা,শুরু হয় ভয়াবহ শিলা বৃষ্টি,যা কেউ দেখে নি আগে।পথঘাট অনেক টাই সাদা হয়ে যায় বরফে।পল্টন মড়ের চশমার দকানের চশমাগুলো ভেঙে গুড়ো হয়ে যায়, ভেঙে যায় দোয়েল চত্তরে অবস্থিত সৌর প্রকল্পের সব গুলো সোলার প্লেট,বহু গাড়ির কাচ ভেঙে যায় শিলার আঘাতে,আহত হয় বহু সাধারন পথচারী যারা ওই মুহূর্তে রাস্তায় ছিলেন।বই মেলায় পানিতে ভিজে নষ্ট হয়ে যায় বহু বই।
২৪ ফেব্রুয়ারী,শিলা বৃষ্টির পর

এপ্রিলের ৬ তারিখ,সন্ধ্যা ৬.৩০ মিনিট,আচমকা বাতাসের সাথে রাস্তাঘাট ধুলোয় অন্ধকার করে শুরু হল ভয়ানক কালবৈশাখী ঝড়।বহু কাঙ্ক্ষিত ‘এশিয়া কাপ ২০১৬’ এর ফাইনাল ম্যচটি অনিশ্চিত হয়ে  পরে ক্ষণিকের জন্যে। 
কালবৈশাখী ঝর

এ তো কেবল শুরু হলো ২০১৬।এখনো তো প্রায় পুরোটা বছরই বাকি।কি রয়েছে আমাদের ভাগ্যে?এ কি শুধুই আকস্মিক কিছু প্রাকৃতিক দুর্যোগ?
নাকি বড় কোন দুর্যোগের পূর্বাভাস মাত্র?
 


আরো তো মহাদেশ রয়েছে,সব ছেড়ে এশিয়া মহাদেশই কেন?


-মেহরাব আফ্রিদি এহসান

No comments:

Post a Comment