Saturday, March 12, 2016

হাজার ডলারের টিকিট

বিশ্বকাপের সবচেয়ে দামি টিকিটের দাম উঠেছে ৯৯০ ডলার। আর টিকিটটি খুব পুরনো দিনেরও নয়। ২০১৪ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ব্রাজিল বিশ্বকাপের টিকিটের দাম ঘোষণা করে। এতে সবচেয়ে দামি টিকিটের দাম রাখা হয়েছে ৯৯০ ডলার। ২০১৪ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের এই দাম দামি টিকিটের কাতারে নাম লিখিয়েছে। ২০১৪ সালের ১৩ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আন্তর্জাতিক দর্শকদের জন্য রাখা হয়েছে ৪৪০ থেকে ৯৯০ ডলার। বোদ্ধারা বলেছেন, টিকিট কালোবাজারিতে আরও অনেক গুণ বেশি দামে টিকিট ক্রয়-বিক্রয় হয়ে থাকে কিন্তু অফিশিয়াল দামের সঙ্গে সে দামের তুলনায় আনা হয় না। কালোবাজারিতে এই টিকিটের দাম গোপন রেখেছে কুচক্রী মহল। 

No comments:

Post a Comment